Baba Baby O - Ei Mayabi Chander Raate chords by Soundtracks 🎦
Guitar chords with lyrics
- Capo on 3rd
Key: Cm
Verse :
C Am
এই মায়াবী চাঁদের রাতে, রেখে হাত তোমার হাতে
F G
মনের এক গোপন কথা, তোমায় বলতে চাই।
শুনতে চাই
Chorus:
Am F C
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
Am F C
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
কিন্তু
Bridge:
C Dm Em G
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
Em G Dm C
হবে এক মিষ্টি-মধুর প্রেমের উপাখ্যান। (2x)
Pre-Chorus:
G Am
শোনো প্রিয়, শোনো দিয়ে মন
Bb C
সেই গানই গাইছি এখন
C Am F G
এখনই গানের ভাষায় স্বপ্ন আশা তোমায় শোনাতে চাই।
বলো! শুনতে চাই!
Chorus:
Am F C
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
Am F C
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই।
Bridge:
C Am
এই যে এই গানটা তার যে শেষ প্যারাটা
C Am
এইযে এই গানটা তার শেষ অন্তরাটা
D G F
কত-রঙা স্বপ্নকথায় সাজানো ছিল যে সেটা।
ছিল? কোথায় গেল?
Pre-Chorus:
G F Bb C
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
G F Bb C
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায় (2x)
C Am F G
সেই কুঠিটা এতই গহীন, পাচ্ছিনা খুঁজে হায়!
হায়, হায়, হায়
Chorus:
Am F C
কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
Am F C
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই। Published:
Last updated:
Please rate for accuracy!
