
Prithibi Bodle Geche chords by Kishore Kumar
Guitar chords with lyrics
Intro: F F F F হা হাহাহা... F C লালা লালা লালালা... F আহাহা... F F Verse 1: F Dm পৃথিবী বদলে গেছে A# F যা দেখি নতুন লাগে F Dm পৃথিবী বদলে গেছে A# F যা দেখি নতুন লাগে F C তুমি আমি একই আছি Dm F দুজনে যা ছিলাম আগে F Dm পৃথিবী বদলে গেছে A# F যা দেখি নতুন লাগে
🎸
Accuracy Rating: - Votes: -
Bridge: F F Gm C C Gm F F F F Verse 2: F A# সময় চিরদিন শুধু বয়ে যায় C F থেমে সে তো থাকে না A# F A# F F F F A# সময় চিরদিন শুধু বয়ে যায় C F থেমে সে তো থাকে না F A# কত ঝড় মেঘ আসে চলে যায় C F আকাশ মনে রাখে না Pre-chorus: F A# শুধু প্রথম জীবনের ভালোবাসা Gm F স্বপ্নেরই মত জাগে Chorus: F C তুমি আমি একই আছি Dm F দুজনে যা ছিলাম আগে F Dm পৃথিবী বদলে গেছে A# F যা দেখি নতুন লাগে Bridge: F F F Gm হাহাহা হাহাহা Gm F হাহা হাহা হাহাহা হাহা F C A# F F F Verse 3: F A# পড়ে কি মনে তুমি আমি C F এই পথ ধরে যেতাম A# F A# F F F F A# পড়ে কি মনে তুমি আমি C F এই পথ ধরে যেতাম F A# ভালোই হতো সেই দিনগুলো C F ফিরে যদি পেতাম Pre-chorus: F A# সেই তোমাকে পাবো নাকি Gm F আজ প্রাণের অনুরাগে Chorus: F C তুমি আমি একই আছি Dm F দুজনে যা ছিলাম আগে F Dm পৃথিবী বদলে গেছে A# F যা দেখি নতুন লাগে Outro: F F F F
Last updated:
Your last visited songs
- Area 51 Understanding - bass
- Shirley Bassey Bye Bye Blackbird - chords
- Foals Crest Of The Wave - chords
- Hootie & The Blowfish Goodbye - tabs
- Indochine Alice Dans La Lune - chords
- Kingmaker Pyromaniacs Anonymous - chords
- Kishore Kumar Prithibi Bodle Geche - chords
- Maroon 5 Cant Stop - tabs
- Kyle Park Somebodys Trying To Steal My Heart - chords
- The Vaccines A Change Of Heart Pt 2 - chords