Key: Cm ♫ Chorus: Cm আমি এক ভিলেন G সে ভালোবাসেনি আমায়, G# আমি হেরে গেছি জীবন জুয়ায় Cm কারন আমি ভিলেন। Cm আমি এক ভিলেন G আজ স্বপ্ন দেখিনা বহুদিন, G# কেউ আপন হয়না আমার Cm কারন আমি ভিলেন। Cm আমি এক ভিলেন G
সে ভালোবাসেনি আমায়, G# আমি হেরে গেছি জীবন জুয়ায় Cm কারন আমি ভিলেন। Cm আমি এক ভিলেন G আজ স্বপ্ন দেখিনা বহুদিন, G# কেউ আপন হয়না আমার Cm কারন আমি ভিলেন। ♫ Chorus: Cm G# আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি, A# Cm আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না, আমি ভিলেন। Cm G# আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি, A# Cm আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না, আমি ভিলেন। ♫ Verse: Cm দেখছো সবাই জীবন নাটক G# মঞ্চে আমি একাই আমার, A# Cm অভিনয়ের সাক্ষী ছায়া মুখ। Cm তোমরা যখন উৎসবে বিভোর G# দেখোনা কেউ তার আড়ালে, A# Cm স্বপ্ন ভাঙ্গা নষ্ট দুটি চোখ। G# গল্প শেষে আমি নিথর G A# সবার চোখে ঝরুক খুশির কান্না। ♫ Chorus: Cm G# আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি, A# Cm আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না, আমি ভিলেন। Cm G# আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি, A# Cm আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না, আমি ভিলেন। Cm আমি এক ভিলেন G আমাকে জানতে চাওয়াই বারণ, G# আমার নেই কোন মান-অভিমান Cm কারন আমি ভিলেন। Cm আমি এক ভিলেন G আমাকে স্পর্শ করা বারণ, G# আমি একাই আমার অনুপ্রেরণা Cm কারন আমি ভিলেন। ♫ Verse: Cm মোহো-মায়ায় কী আসে যায় G# A# দেখেছি অনেক আপন নেয়নি খোঁজ, Cm তোমরা যাকে কষ্ট বলো G# আমি বলি সব হারানো, A# Cm নিঃস্ব কারো গায়ের শেষটুকরো চাদর। Cm G# A# Cm পৃথিবীটা অনেক রঙীন যদি থাকে রঙিন একটা স্বপ্ন মাখা অক্ষত দুটি চোখ Cm স্বপ্ন কবে হারিয়ে গেছে G# রক্তে আমার মিশে গেছে, A# Cm কালো কালো আঘাতের কণা। G# দুঃখ দিয়ে আকাশ আমার G A# G করেছি আমি শত রঙে রঙীন ♫ Chorus: Cm G# আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি, A# Cm আমার স্বপ্নের নেই কোনো ছায়া কারণ আমি ভিলেন Cm G# আমি পান করি, ভাঙ্গা স্বরে গান করি, A# Cm আমাকে কষ্ট দিলে কোন পাপ হয়না, আমি ভিলেন।
Published:
Last updated: