Cm Cm গতকাল রাতের ওই বৃষ্টির ফোটাতে G G তোমাকে খুজেছি কেন আসনি তুমি Cm Cm বিষাদের রঙেতে আকা কতযে আঘাত G G তুমি নেই, তুমি নেই করে কাটছে প্রতিরাত Cm Cm তুমি অমন করে আমায় আর ডাকোনা G G কেনো হঠাৎ এসে হাতে হাত রাখোনা Cm Cm তুমি আড় চোখে আর আমাকে খুন করোনা G G তোমাকে কাজিলে টিপে বহুদিন দেখিনা Cm Cm তবু হায় দিন যায় G G চলে যায় রজনী Cm Cm নদী শুকিয়ে গেছে G G তবু আসোনা তুমি।
Published:
Last updated: